রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টায় বিশ্ব ভোক্তা অধিকার ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণকে অধিকতর সচেতন করার উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষের শপথ করি, প¬াস্টিক দূষণ রোধ করি।’ উপজেলা পরিষদ অডিটোরিয়মে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, পল¬ী দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপ পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ শাহজাহান মোল¬া, সাংবাদিক মোঃ এনামুল হোসেন খান প্রমুখ। এসময় অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুধীবৃন্দ, নারী সমাজ কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে। এ আইন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠার পর থেকে ভোক্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ অধিদপ্তর। ১৯৬২ সালের এই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। ভোক্তার চারটি অধিকার সম্বন্ধে তিনি আলোকপাত করেন। এগুলো হলো নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডির ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে দিনটিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসাবে বৈশ্বিকভাবে পালন করা হয়।
Leave a Reply